প্রায়ই বলতে শুনি যে পুতিন বহুদিন ক্ষমতায় বা তিনি এই প্রেসিডেন্ট তো এই প্রাইম মিনিস্টার। এটা ভালো না মন্দ সেটা রুশ জনগনের দেখার বিষয়। রাশিয়ার সংবিধান যে আমেরিকার সংবিধানের মত হতে হবে তার কোন মানে নেই তাই ওটা মনে হয় আলোচনার বিষয় নয়। তবে নেহরু, মের্কেল এরা কতদিন ক্ষমতায় ছিলেন তা নিয়ে কি প্রশ্ন ছিল? বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুই ছিলেন। উল্লেখ্য যে ফ্রাঙ্কলিন রুজভেল্ট চার বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। যেকোন বিষয়ে কথা বলতে হলে ম্যাক্সিমাম নিরপেক্ষতা বজায় রাখা দরকার আর সেজন্যে অন্যান্য নজিরগুলো মাথায় রাখা দরকার। তা না হলে এসব কথা খেলো হয়ে যায়।
মস্কো, ২৮ ফেব্রুয়ারি ২০২২
No comments:
Post a Comment