Monday, February 14, 2022

ভালবাসা

আজ ১৪ ফেব্রুয়ারি - একদিকে এটা ভালবাসা দিবস, অন্যদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক ঝাঁক তরুণ প্রাণের পুণ্যস্মৃতি স্মরণ করার দিন। এদের স্মরণ করার প্রয়োজন এ জন্যেই যে আজ যে আমরা ভালবাসতে পারছি সেই জায়গাটুকু তৈরি করতেই তারা প্রাণ দিয়েছিলেন। রাশিয়ার প্রায় সর্বত্রই একটা অলিখিত নিয়ম আছে যে বিয়ের পর তারা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত অনামী সৈন্যদের সমাধিতে ফুল দিতে। এটা দিয়ে তারা বলতে চায় - তোমরা ছিলে বলেই আমরা আছি, তোমাদের আত্মদান আমাদের ভবিষ্যৎ দিয়েছে। তোমাদের তাই এই ফুল দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।" আমরাও তো পারি আমাদের প্রিয় মানুষদের হাতে ফুল তুলে দেবার সময় সেই সব শহীদদের স্মরণ করতে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে। কারণ তখন তারা ছিল বলেই আজ আমরা আছি।

দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
 

 

No comments:

Post a Comment