Friday, February 18, 2022

উপলব্ধি

অনেক দিন দেশের বাইরে থাকলে হয়তো এমনটাই হয়। সকালে ফেসবুক খুলে এক সময়ের কোন প্রিয় গায়ক, নায়ক, খেলোয়াড় এ রকম কারও মৃত্যু সংবাদ পান, মনটা বিষিয়ে ওঠে। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যজনক তা হল কয়েক ঘন্টা আগেও আপনি জানতেন না যে সেই ব্যক্তি এখনও জীবিত। গত কয়েক দশক ধরে তার সম্বন্ধে এতটুকু ভাবার সময়, সুযোগ বা ইচ্ছে - কোনটাই আপনার হয়নি। ফেসবুকে কোন বন্ধুর স্ট্যাটাস আপনাকে ভোরে যে খবরটা দিল সেটা কি আপনার জন্য তাঁর মৃত্যু সংবাদই ছিল, নাকি তাঁর এতদিন বেঁচে থাকার, পৃথিবীর আলো বাতাস দেখার, পৃথিবীর সকল আনন্দ উপভোগ করার খবরও ছিল? যখন তিনি বেঁচে ছিলেন আপনি তাঁকে নিয়ে একটুও ভাবেন নি, আর যেই মরে গেল অমনি হাহাকার করে উঠলেন আর দেখা হবে না বলে, যেন তিনি আপনার সাথে বা আপনি তাঁর সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে বসে ছিলেন। এটাই কি আত্মপ্রবঞ্চনা?

দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২২

No comments:

Post a Comment