খবরে প্রকাশ জেলেনস্কির আদেশে আমেরিকার Himers ব্যবহার করে ইউক্রেন সেনারা ইউক্রেনের ৭ জন সাধারণ মানুষকে মেরে ফেলেছে আর আহত করেছে ৮০ জনেরও বেশি লোককে। এসব ঘটেছে হেরসন প্রদেশে। হেরসন দনবাসে অংশ নয়। কথা ছিল ইউক্রেন এই অঞ্চল রক্ষা করবে। অথচ কি ঘটলো? তাদের হাতেই তাদের লোকেরা মারা গেল ঠিক যেমনটা হানাদার পাকিস্তানি বাহিনী লাখ লাখ (পূর্ব) পাকিস্তানীদের মেরেছিল। কই, এখন তো কেউ টু শব্দ করছে না শান্তিপ্রিয় মানুষ মারা গেছে বলে? এই অস্ত্রের আঘাতে সার নষ্ট হল, অথচ কেউ তো বলছে না খাদ্যাভাবের কথা? বলবে না। কারণ এসব হয়েছে গণতন্ত্রের নামে। ঈশ্বরের নামে পশু বলি যেমন পশুহত্যা নয়, গণতন্ত্রের রক্ষা ও বিকাশে মানুষ খুনও তেমনি নরহত্যা নয়। সব রাজাকারের দল!
দুবনা, ১২ জুলাই ২০২২
No comments:
Post a Comment