Tuesday, July 26, 2022

ভাব নিয়ে ভাবনা

কোন কিছু করার চেয়ে করার ভাব দেখানো অনেক সহজ। জীবন নায়কের চেয়ে নাটকের নায়ক অনেক বেশি হাততালি পায়। আমরা যেহেতু হাততালি পাওয়ার জন্য, অন্যদের বাহবা পাওয়ার জন্যই প্রায় সবকিছু করি তাই বিপ্লবের ক্ষেত্রেও গরম গরম বিপ্লবী বুলিটাই বেশি আওড়াই। 

মস্কো, ২৬ জুলাই ২০২২

No comments:

Post a Comment