Wednesday, July 6, 2022

সক্রেটিস

গতকাল এক বন্ধু লিখলেন অনেক আগে সক্রেটিস নামে একজন শিক্ষক আমাদের পূর্বপুরুষ ছিলেন আর তাঁর দেশের সরকার তাঁকে বিষ পান করিয়ে হত্যা করেছিল। এ স্ট্যাটাসের সূত্র ধরেই বলা যায় যে যে যুক্তিতে সক্রেটিস আমাদের পূর্বপুরুষ সেই একই যুক্তিতে এথেন্সের সেই সরকারও আমাদের সরকারের পূর্বপুরুষ। আগে সরকার নিজে মারত এখন সরকার অন্যদের দিয়ে মারায়, ঠিক যেমন আগে ইউরোপ আমেরিকা নিজেরা দেশে দেশে যুদ্ধ করত এখন অন্যদের দিয়ে করায়। এতে লক্ষ্য অর্জিত হয় আবার নিজেদের মানবিক পোশাক পরিচ্ছদ পাপমুক্ত থাকে। এটা হল পলিটকারেক্টনেস। 

দুবনা, ০৭ জুলাই ২০২২

No comments:

Post a Comment