Friday, July 29, 2022

যুদ্ধ

ইউক্রেন আজ আমেরিকান অস্ত্র দিয়ে একটা জেলের উপর আঘাত হানলো যেখানে ছিল যুদ্ধ-বন্দী আজভ আর ইউক্রেনের সৈন্যরা। তৎক্ষণাৎ নিহত ৪০। যুদ্ধে যখন নেমেছে মৃত্যুর হাত থেকে আর মুক্তি নেই। হয় সম্মুখ সমরে মরবে অথবা নিজেদের সহযোদ্ধাদের হাতে। ইউক্রেনের সেনারা না সাধারণ নাগরিক না শত্রু সেনা কারো ক্ষেত্রেই যুদ্ধের নিয়ম মানেনি, হত্যা করেছে যুদ্ধ-বন্দীদের, সাধারণ মানুষ ও তাদের বাড়িঘর ব্যবহার করেছে ঢাল হিসেবে, তাই তারা যে আত্মসমর্পণকারী নিজের সৈন্যদের হত্যা করবে এতে অবাক হবার কি আছে? 

দুবনা, ২৯ জুলাই ২০২২

No comments:

Post a Comment