সেদিন এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। অনেক দিন পরে দেখা। খোশ মেজাজ ছিল দুজনেরই।
কিরে দোস্ত, কী খবর তোর?
ভালো আছিরে, দাঝে ওচিন খারাশো।
সে তো দেখেই বুঝতে পারছি। ঘটনাটা কী?
না তেমন কিছু না। - ওর চোখেমুখে চোরা হাসি।
মানে? নাকি ঈদ সামনে বলে এত আনন্দ।
বলতে পারিস। জানিস তো এবার কোরবানির ঈদ।
জানি। এই ঈদের সবচেয়ে প্রিয় জনকে ঈশ্বরের নামে উৎসর্গ করতে হয়।
বা, তুই দেখছি সেটাও জানিস?
জানব না মানে। ছোটবেলায় বন্ধুদের মুখে এসব গল্প কত শুনেছি। যদিও দিনের শেষে দেখা গেছে ওদের সবচেয়ে প্রিয়জন হল পালের গরু। তা তুই কি উৎসর্গ করছিস?
জানিসই তো আমি বউকে কি রকম ভালবাসতাম।
তোদের তো সেই স্কুল জীবন থেকে প্রেম।
হ্যাঁ! এবার ঈদে তাই বউয়ের সাথে বিবাহবিচ্ছেদ করে ফেললাম। বলতে পারিস সবচেয়ে প্রিয় মানুষকে উৎসর্গ করলাম।
শুভ বিবাহবিচ্ছেদ। শুভ ঈদ।
স্পাসিবা দোস্ত।
দুবনা, ০৯ জুলাই ২০২২
No comments:
Post a Comment