ইউরি আজ খোঁচা খোঁচা দাড়ি দেখে জিজ্ঞেস করল
- কী ব্যাপার, তুমি না দাড়ি কেটে ফেললে, আবার এগুলো কেন?
- আর বল না। ভোলগায় সাঁতার কাটতে গিয়ে শুধু জলেই নয় রোদেও স্নান করছি। ফলে কালোর ঘনত্ব বেশ বেড়ে গেছে। এত কালো যে রাতের আঁধারে প্রায়ই নিজেকে খুঁজে পাই না। তাই দাড়ি রাখা যাতে পাকা দাড়ি দেখে অন্ধকারে নিজেকে খুঁজে বের করতে পারি। মানুষ যেমন কল দিয়ে হারানো টেলিফন খুঁজে আমিও তেমনি দাড়ি দিয়ে নিজেকে খুঁজি।
দুবনা, ৩০ জুলাই ২০২২
No comments:
Post a Comment