Saturday, July 30, 2022

মেঘ

আজকাল মেঘগুলো দেখছি মহা ফাঁকিবাজ। সকাল সকাল সবাই জড়ো হয়। দুপুর পর্যন্ত সানবাথ করে শরীরের রঙ একটু কালো হলেই সবাই মিলে সূর্যকে দেয় ঢেকে। কিন্তু একটু টয়লেট বাথরুম করে বাগানে যে একটু জল ঢালবে সেটি না যদিও গর্জন করে সবাইকে ভয় পাইয়ে দিতে ওস্তাদ।

দুবনা, ৩০ জুলাই ২০২২

No comments:

Post a Comment