সেলের সময় প্রায়ই দেখি, দু'টো কিনলে তৃতীয়টা ফাউ মানে বিনে পয়সায়। আমেরিকা আর ইউরোপ অনেক খড়কুটো পুড়িয়ে রাশিয়াকে যুদ্ধে নামিয়েছে। ডিসআর্ম আর ডিন্যাসিফিকেশন এই দু'টো পণ্য কিনেছে রাশিয়া। বেশ উচ্চ মূল্যে। তবে বোনাস এসেছে যা অপ্রত্যাশিত ভাবে - নিজের ও বিভিন্ন দেশের অর্থনীতির ডিডলারাইজেশন আর ডিইউরোফিকেশন। মানুষ শুনেছি অনেক সময় বোনাসের লোভে কেনাকাটা করে। রাশিয়া কি ভেবে এই বানিজ্যে নেমেছিল সেটা জানি না, তবে বোনাসটা পেয়েছে বেশ।
মস্কো, ১৪ জুলাই ২০২২
No comments:
Post a Comment