Thursday, July 21, 2022

বন্ধুত্ব বনাম আনুগত্য

সিপিবি, ন্যাপ এরা প্রতিদ্বন্দ্বী হলেও আওয়ামী লীগের বন্ধু ছিল, সহযাত্রী ছিল। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির অবনতির কারণে এসব দলের প্রভাব কমেছে। এর ফলে আওয়ামী লীগ নিজেকেই একা করে ফেলেছে। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বন্ধু ছিল। ইউক্রেনে যুদ্ধ লাগিয়ে ইউরোপকে দুর্বল করে আমেরিকা নিজের ক্ষতি করছে নিজেকে একা করে। রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে শক্তিশালী ইউরোপ আমেরিকাকে বিশ্ব রাজনীতিতে যতটা সাহায্য করতে পারে দুর্বল ইউরোপ তা পারবে না। শক্তিশালী ও স্পষ্টবাদী বন্ধু দুর্বল ও মেরুদন্ড বিহীন অনুগত ছোট ভাইয়ের চেয়ে অনেক উপকারী। সেটা মনে হয় দুই আ এর কেউ বোঝে না।

দুবনা, ২১ জুলাই ২০২২

No comments:

Post a Comment