একটু খেয়াল করলেই দেখবেন পালের গোদা আমেরিকা একদিকে যেমন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে আবার নিজেদের স্বার্থে তেমনি হয় কোন কোন নিষেধাজ্ঞা শিথিল করছে অথবা বিভিন্ন উপায়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে তৃতীয় কোন দেশের মাধ্যমে। এক্ষেত্রে ছোট ছোট দেশগুলো পড়েছে বিপাকে। তাদের একদল ইচ্ছে, প্রয়োজন ও রাজনৈতিক বোধ থাকা সত্ত্বেও কিনতে পারছে না সর্দারের রোষানলে পড়ার ভয়ে, আরেক দল বাঁশের চেয়ে কঞ্চি শক্ত এই তত্ত্ব মাথায় রেখে নিজের দেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে একটার পর একটা ট্রায়াল।
দুবনা, ২৪ জুলাই ২০২২
No comments:
Post a Comment