ধ্বংসের মন্ত্র বুকে ধারণ করে সৃষ্টি করা যায় না। মাঝেমধ্যে ইউরোপ আর আমেরিকার নেতাদের বিভিন্ন বক্তব্য শুনি। সেখানে এক বিশাল অংশ জুড়ে তারা রাশিয়া ও পুতিনের শ্রাদ্ধ করেন, কীভাবে এদের ক্যান্সেল করবে তার বিশাল ফর্দ পেশ করেন। পুতিন যখন বক্তব্য রাখেন তার সিংহভাগ জুড়ে থাকে দেশের চলমান সমস্যা ও তা থেকে কীভাবে বেরুনো যায় সেই কথা। থাকে রাস্তাঘাট আর কলকারখানা নির্মানের কথা, থাকে সমাজের নিডি মানুষদের সাহায্য করার কথা, থাকে সৃষ্টির কথা। যদি পশ্চিমা বিশ্ব তাদের সমস্যার সমাধান দেখে পুতিন ও রাশিয়ার ধ্বংসের মধ্যে তবে রাশিয়া তার সমস্যার সমাধান দেখে সব ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার মধ্যে। বর্তমান পশ্চিমা বিশ্ব আর রাশিয়ার মধ্যে এখানেই সবচেয়ে বড় পার্থক্য।
দুবনা, ১৯ জুলাই ২০২২
No comments:
Post a Comment