স্বাধীনতা আজ স্বাদহীন। দেশ স্বাধীন, তবে দিন দিন মানুষ হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে মানবিকতা, হেরে যাচ্ছে মুক্তচিন্তা, হেরে যাচ্ছে যুক্তি। বিবেক, বুদ্ধি, সদিচ্ছা সব পরাজিত হচ্ছে অর্থ আর ক্ষমতার লোভের কাছে। অন্ধ বিশ্বাস নিভিয়ে দিচ্ছে শেষ আলোর রেশ।
দুবনা, ০৪ জুলাই ২০২২
No comments:
Post a Comment