আমাদের সবচেয়ে বড় সমস্যা হল সাময়িক লাভে বিভোর হয়ে সমাধানের ভেতরে যে সুদূর প্রসারী সমস্যা লুকিয়ে আছে সেটা বুঝতে না পারা। এটা হয় রাজনৈতিক অদূরদর্শিতা থেকে। ভোগের রাজ্যে আমরা সব কিছু দ্রুত পেতে চাই, তাই ভবিষ্যতের কথা না ভেবে আজকে কী পেলাম আর কী পেলাম না সেটা নিয়েই মেতে থাকি। এর ফলে সমাজ ও দেশকে কঠিন ও সুদূরপ্রসারী সমস্যায় ফেলি। এটা তখন ঘটে রাজনৈতিক ক্ষেত্রে তখন তার মাশুল দিতে হয় লাখ লাখ মানুষকে যুগ যুগ ধরে। এটা আমাদের উপমহাদেশে অবিরাম ঘটে যাচ্ছে।
দুবনা, ২২ জুলাই ২০২২
No comments:
Post a Comment