Wednesday, July 20, 2022

কোকিল

বেশ কয়েকদিন খুব গরম ছিল। তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রী সে:। বেশ কঠিন অবস্থা। এমনকি বৃষ্টি পর্যন্ত ভয়ে পালিয়ে গেছিল। গত পরশু থেকে তাপমাত্রা সহনীয় ১৮-১৯। ভোলগায় সাঁতার কেটে ওঠার পর এমনকি ঠাণ্ডা পর্যন্ত লাগে। আর যেই তাপমাত্রা কমেছে সাথে সাথেই বলা নেই কওয়া নেই বৃষ্টি ব্যাটা হুড়মুড় করে ফিরে এসেছে। একেই বলে বসন্তের কোকিল।

দুবনা, ২০ জুলাই ২০২২

No comments:

Post a Comment