Monday, July 25, 2022

প্রশ্ন

ইউরোপ আমেরিকায় এখন অনেক ক্ষেত্রে মানুষের যোগ্যতার মাপকাঠি হয় তার বর্ণ, সেক্সুয়াল অরিয়েন্টেশন ইত্যাদি। অনেকেই এ নিয়ে উচ্ছ্বসিত। আমি ভাবি যদি আমাদের দেশে দাড়ি, গোঁফ, পৈতা, টুপি ইত্যাদি দেখে যোগ্যতা বিচার করা হত তাহলে আমি কি সেটাকে এতটাই সহজ ভাবে মেনে নিতে পারতাম? আমার বিশ্বাস জাতি, ধর্ম, রাজনৈতিক আদর্শ এসব থেকে কর্মক্ষেত্র মুক্ত রাখা যে কোন সামাজিক ও সরকারি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য জরুরি। সব পদে সবাই যদি তার পেশাগত দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেত তাহলে আমার বিশ্বাস এই প্রশ্ন আমার মনে কখনোই উঁকি দিত না।

মস্কোর পথে, ২৬ জুলাই ২০২২

No comments:

Post a Comment