Monday, July 25, 2022

বিশেষত্ব

সবাই একসময় সাধারণ থাকে। তারপর কিছু লোকজন অসাধারণ হয়ে যায়। তখন তারা ঘুষ খায়, দুর্নীতি করে, জনগণের পায়ের নীচের মাটি খুঁড়ে ব্যক্তিগত পাহাড় গড়ে তুলে - টাকার পাহাড়। তারপর একদিন তাদের সবকিছু স্পেশাল - শিক্ষা, চিকিৎসা, শাস্তি বা শাস্তিহীনতা।

দুবনা,২৫ জুলাই ২০২২

No comments:

Post a Comment