Saturday, July 16, 2022

অসাম্য

যে দেশে শুধু জীবিতরাই নয় মৃতরাও সমান নয় সে দেশে ন্যায় বিচারের আশা করা যায় না। যে দেশে তারিখ ঠিক করে আক্রমণের গুরুত্ব অথবা গুরুত্বহীনতা সে দেশে অন্যায়ের প্রতিকার চাওয়া বাঘের দুধ চাওয়ার মতই।

দুবনা, ১৬ জুলাই ২০২২

No comments:

Post a Comment