আজ বৃষ্টি এলো ইষ্টি হয়ে। বজ্রপাতের সম্ভাবনা আছে বলে ঘোষণা দিয়েছে। বাসা থেকে বেরুলাম ভোলগার উদ্দেশ্যে হাল্কা বৃষ্টির ফাঁকে ফাঁকে রাস্তা করে। পথে সহ সাঁতারুর সাথে দেখা।
এখন ঝড় বৃষ্টি শুরু হবে। সবাই চলে গেছে। তুমি বরং পরে যাও।
আমি ঝড়ের কাছে হার মেনে বাসায় ফিরলাম। ভেবেছিলাম ছোটবেলার মত বৃষ্টির সময় নদীতে সাঁতার কাটব। হল না। ছোটবেলারা ফিরে আসে না।
দুবনা, ০৫ জুলাই ২০২২
No comments:
Post a Comment