মানুষ কি চায়? ভালো থাকতে। আর সে জন্যে বেশি বেশি উপার্জন করতে। আগে ভালো উপার্জন করার জন্য ভালো ভাবে লেখাপড়া করতে হত। তাই তো তখন বলা হত - "লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে"। পড়াশোনা করলে শুধু স্বচ্ছলতাই আসত না, সম্মান পাওয়া যেত। আজ যদি সমাজের দিকে তাকান দেখবেন শিক্ষিত মানুষকে পথে ঘাঁটে অপমান করা হচ্ছে, আর্থিক ভাবে স্বচ্ছল আজ শিক্ষিত মানুষ নয়, এমনকি তাদের কথাও কেউ শোনে না। ক্ষমতা, অর্থ, সম্মান সব আজ রাজনীতিবিদদের জবর দখলে। আর যেহেতু আজ রাজনীতিবিদ হতে কোন রকম শিক্ষার দরকার নেই তাই শিক্ষার আর সেই কদর নাই। অশিক্ষিত মানুষ প্রশ্ন করে না তাই তাদের যা খুশি, যেভাবে খুশি বোঝানো যায়। ক্ষমতাই যখন একমাত্র লক্ষ্য তখন শিক্ষা, শিক্ষক এসব বিষয়ে গুরুত্ব না দেয়াই যেকোন বুদ্ধিমান সরকারের কাজ।
দুবনা, ০৩ জুলাই ২০২২
No comments:
Post a Comment