Saturday, July 2, 2022

মশা

মশারাও দিন দিন মানুষ হয়ে যাচ্ছে। বিকেলে ছবি তুলতে গেলেই ওরা দল বেঁধে আসে ট্যাক্সের জন্য। যতক্ষণ না রক্ত দিয়ে ঋণ শোধ করছ ততক্ষণ কোন ছবি নেই। তার উপর আজ চুতরাপাতা হাঁটুতে এমন কষে এক চুমু দিল যে এখনও জায়গাটা জ্বলছে। 

দুবনা, ০২ জুলাই ২০২২

No comments:

Post a Comment