Monday, July 25, 2022

চরিত্র

ইউক্রেন ও পশ্চিমা গোয়েন্দা সংস্থা এক রুশ পাইলটকে কেনার চেষ্টা করে ধরা পড়েছে। এক মিলিয়ন ডলার প্লাস যেকোন পশ্চিমা দেশের পাসপোর্ট পরিবারের সবার জন্য। একটা সামরিক বিমান ছিনতাই করে পালিয়ে ন্যাটোর কোন দেশে নামালেই স্বর্গ প্রাপ্তি। সত্যিই তাই। এরপর হয়তো ক্রিপালের মত অদৃশ্য হয়ে যেত খবরের পাতা থেকে। হুম, লর্ড ক্লাইভের প্রেতাত্মা আজও মীর জাফরদের খুঁজে বেড়ায়। সময় বদলায়। বদলায় না শুধু ইংরেজ চরিত্র। 

দুবনা, ২৫ জুলাই ২০২২

No comments:

Post a Comment