Friday, July 15, 2022

অভাব

 গত পরশু আমার সত্তর বছর বয়সী এক ফটোগ্রাফার বন্ধু ঠাট্টা করে জানতে চাইল

বিজন তোমার কি পুরো একটা প্যান্ট কেনার টাকা ছিল না?
প্যান্টটা পুরো ছিল। টাকার অভাবে অর্ধেকটা বিক্রি করে দিলাম। যুদ্ধ বলে কথা।
অপ্রত্যাশিত উত্তর। সাবাস। মস্কো, ১৪ জুলাই ২০২২

No comments:

Post a Comment