Friday, July 1, 2022

অনুভূতি

 

শিক্ষকের গলায় জুতার মালা
কোন অনুভূতি নেই
শিক্ষক খুন হয়ে গেল
অনুভূতি নিথর
নিরাপত্তার অভাবে মানুষ দেশ ছাড়ছে
অনুভূতি ভয়ে দরজায় খিল দিয়ে বসে আছে
দ্রব্য মূল্য বৃদ্ধিতে মানুষের পেটে ভাত নেই
অনুভূতি ক্ষুধার্ত অসহায়
রাজনীতি প্রহসনে পরিণত হয়েছে
অনুভূতি বন্দী
নারী ইভ টিজিং-এর শিকার, ধর্ষিতা
অনুভূতি বোবা
শিশু নির্যাতিত হচ্ছে
অনুভূতি অন্ধ
অনুভূতি যেন কোমায় থাকা রোগী
শুধু ধর্মের নামে প্রাণ ফিরে পায়
আজ সব অনুভূতি শুধু ধর্মকে কেন্দ্র করে
তাহলে কী হবে এই দেশের
যেখানে সরকার, প্রশাসন সব ব্যাপারেই নির্লিপ্ত অনুভুতিহীন?

দুবনা, ০১ জুলাই ২০২২ 

No comments:

Post a Comment