মানুষে মানুষে বিভাজন সেই ডিএনএ আরএনএ পর্যায়ে। প্রতিটি মানুষই অন্যের চেয়ে আলাদা, তাই চাইলে সবাই সবার বিরুদ্ধে সংঘাতের অজুহাত খুঁজে পাবে। যুক্তিবাদী মানুষ এই বৈপরীত্যের মধ্যে বৈচিত্র্য খুঁজে জীবনকে সমৃদ্ধ করতে চায় আর অন্ধ বিশ্বাসী মানুষ সেটা খুঁজে অশান্তি তৈরির জন্য। আর তাই যদি না হত এত মারামারি হানাহানি হত না ধর্ম আর মানবতার নামে। আজকাল বড় বড় যুদ্ধগুলো মানবতা আর মানবাধিকারের নামেই হচ্ছে।
দুবনা, ০১ জুলাই ২০২২
No comments:
Post a Comment