ছাত্র জীবনে সোভিয়েত বন্ধুদের আড্ডায় একটা আনেকডোট আমরা প্রায়ই বলতাম।
এক মিলিশিয়া (এক্ষেত্রে ট্রাফিক পুলিশ) এক গাড়ি থামিয়েছে।ড্রাইভার জানালা খুলতেই মিলিশিয়া তাকে স্যালুট দিয়ে জিজ্ঞেস করল
- কমরেড, কী ব্যাপার? দু' জনে এক সাথে গাড়ি চাল্লাচ্ছ কেন?
- কিন্তু তাই বলে কি আমার গাড়িটাই ঘিরে ধরতে হবে? - প্রশ্ন করল ড্রাইভার।
[এখানে আসলে কে কতটুকু মাতাল ছিল সেটার বর্ণনা দেওয়া হয়েছে। ]
আজকাল আমি একটু দূরে কাউকে আসতে দেখলে তার চারটে চোখ, দুটো নাক, দুটো মুখ ইত্যাদি দেখি। যেহেতু চা ছাড়া আর কিছুই খাই না আজকাল তাই বুঝি না বর্তমান যুগে চা কি মাদকতা সম্পন্ন নাকি এটা আমার চোখের সমস্যা?
দুবনা, ১৯ জুলাই ২০২২
No comments:
Post a Comment