কারো কারো অভিযোগ সরকার নাকি ইচ্ছে করে জনসংখ্যা কম দেখাচ্ছে। তাদের প্রশ্ন এতে সরকারের লাভ কী? যদি ঘটনা সত্য হয় তবে এর মূল খুঁজতে হবে দুর্নীতিতে। সরকার কে? আমলা, প্রশাসক, মন্ত্রী, এমপি এরাই তো? এদের অধিকাংশ অভ্যস্ত কর ফাঁকি দিতে মানে আয় কম দেখাতে। জনসংখ্যা কম দেখানো হলে সেটি এই অভ্যাস বশত তারা করেছে। অন্যকোন লাভ লোকসানের হিসেব থেকে নয়। অন্তত আমার তাই মনে হয়।
দুবনা, ২৯ জুলাই ২০২২
No comments:
Post a Comment