Tuesday, May 31, 2022

বিশ্বাসঘাতকতা

যদিও বিভীষণ ও বিকর্ণ রাম ও যুধিষ্ঠিরের নিকট ভালো ব্যবহার পেয়েছিল মীর জাফর সম্পর্কে সেটা বলা যায় না। ইংরেজরা ঠিকই বুঝেছিল যারা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা যেকোনো সময়ে বিদেশি মনিবের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই দেশ, জাতি ও আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করার আগে ভেবে দেখবেন সেটাই যেন আপনার কাল হয়ে না দাঁড়ায়।

মস্কো, ০১ জুন ২০২২


মুক্তি

সব দেখে মনে হয় মুক্তিযোদ্ধা সনদপত্র লেটেস্ট মডেলের আইফোন - কাজে লাগুক আর নাই লাগুক কেনা চাই ই চাই। আর এ থেকে আপাত দৃষ্টিতে বুদ্ধিমান মানুষও বাদ যায় না। আজ সকালেই আট বছর বয়সের এক মুক্তিযোদ্ধার গল্প শুনলাম। আমি নিজেও তখন কাঠের বন্দুক ও পাটখরির তীর ধনুক দিয়ে মুক্তিযুদ্ধ খেলতাম। ২৬ মার্চের পরে ঢাকা থেকে পালিয়ে আসা মানুষদের তরা ঘাঁটে খাদ্য ও পানীয় দিয়ে সাহায্য করেছি। দাঁড়িয়ে পরব নাকি লাইনে?

মস্কো, ৩১ মে ২০২২

Monday, May 30, 2022

অমরত্ব

যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কর্ণ, ভীষ্ম, দুর্যোধন সবার সমস্ত বীরত্ব ম্লান করে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে দ্রৌপদীর বস্ত্রহরণকারী দুঃশাসন। ইদানিং এর সাথে যোগ দিয়েছেন আচার্য দ্রোণ ড্রোন নামে ইংরেজি উচ্চারণে। 

মস্কো, ৩১ মে ২০২২

Sunday, May 29, 2022

সুখ দুঃখ

সুখ কি?
তিন বেলা মাংস খাওয়া। 
দুঃখ কি?
এমন সুখের মুখ দেখা।
কেন?
মাংস যে জাতির সুখের মাপকাঠি সে জাতির কপালে কষ্ট আছে।

মস্কো, ৩০ মে ২০২২

মুক্তিযুদ্ধ

'জীবদ্দশায় নয়; মৃত্যুর পর মুক্তিযুদ্ধে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী!' 

উনি তো সৌভাগ্যবান যে মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত আইনজীবী তপন চক্রবর্তীর মত ওনার নাম রাজাকারের তালিকাভুক্ত হয়নি। 

সর্বজনবিদিত এসব দেশবরেণ্য মুক্তিযোদ্ধাদের সময় মত স্বীকৃতি না দিয়ে মুক্তিযুদ্ধের সরকার কি মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করছে না? 

মস্কোর পথে, ২৯ মে ২০২২

রাজাকার

 

শুধু মুক্তিযুদ্ধই নয়, যেকোনো যুদ্ধই মুক্তিযোদ্ধার পাশাপাশি অনেক রাজাকারের জন্মও দেয়। আর এই রাজাকাররাই যুদ্ধকে যতদূর সম্ভব প্রলম্বিত করে। কারণ যতদিন যুদ্ধ চলে ততদিনই তারা মানবতার আর গণতন্ত্রের দোহাই দিয়ে বিশ্বব্যাপী তাদের তান্ডব চালিয়ে যেতে পারে। ডারউইনের বিবর্তনবাদ মেনেই আমার মনে হয় এদের পূর্বপুরুষেরা কুমির ছিল। কুম্ভীরাশ্রু কথাটি তো এমনি এমনি জন্মায়নি!

দুবনা, ২৯ মে ২০২২

Saturday, May 28, 2022

চেতনা

শুনেছেন, ২০০০ বীর মুক্তিযোদ্ধার বয়স ৫০ বছর। বাংলাদেশের বয়সও ৫০ বছর। এটা কী করে হয়?
না হবার কী আছে? একাত্তরে চারিদিকে যখন মৃত্যুর তাণ্ডব নাচ চলছে তখন জন্ম নেয়াই তো অসীম সাহসের কাজ। মৃত্যুকে কাঁচকলা দেখিয়ে সাহসের সাথে জন্ম নেয়া এসব বীরেরা যদি আজ মুক্তিযোদ্ধার সনদ দাবি করে তাতে অবাক হবার কিছু নেই। দেখবেন ক'দিন পরে অনেক বাবা মা যারা একাত্তরে সন্তান জন্ম দিতে পারেনি তারা তাদের সেই অনাগত সন্তানকে শহীদ মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতে তৎপর হয়ে উঠেছে।

দুবনা, ২৯ মে ২০২২

মাঙ্কি পক্স

 


আজ রাশিয়ার সামরিক বাহিনীর রেগুলার বুলেটিনে বলল, ইউক্রেনে যেসব বাইওলজিক্যাল ল্যাবরেটারির সন্ধান পাওয়া গেছে তার কয়েকটিতে মাঙ্কি পক্সের উপর গবেষনা হত বলে প্রমাণ পাওয়া গেছে। এসব ল্যাবের অধিকাংশের নিরাপত্তা তেমন জোরদার ছিল না। বর্তমানে মাঙ্কি পক্স প্রথমে দেখা গেছে নাইজেরিয়ায় যেখানে বেশ কিছু আমেরিকান বাইওলজিক্যাল ল্যাব কাজ করত। যদিও এ সবই এখন শুধুই ধারণা, তবে যেখানে ধোঁয়া সেখানে আগুন থাকার সম্ভাবনা যথেষ্ট।

দুবনা, ২৬ মে ২০২২

Friday, May 27, 2022

ঝড়


মাঝে মাঝে ঝড়কে বেশ কাজের লোক বলেই মনে হয়। আলাদীনের প্রদীপের দৈত্যের মত হুট করে হাজির। এক মুহূর্তে সব জঞ্জাল উড়িয়ে নিয়ে যায়। আর গাছে আম থাকলে সেগুলো পেরে গৃহস্থের হাতে তুলে দেয়। আর সব করে বিনে পয়সায়, একান্ত আন্তরিকতার সাথে। ঝড়কে ভালবাসুন, ঝড়ের শ্রমের মর্যাদা দিন।

দুবনা, ২৭ মে ২০২২

Thursday, May 26, 2022

জিজ্ঞাসা

 

বিশ্বের দেশে দেশে সবচেয়ে বেশি টাকা যায় আমেরিকা থেকে। শুনলাম অর্থ পাচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় নম্বরে। এক নম্বরে কি আমেরিকা?

দুবনা, ২৬ মে ২০২২

হতাশা

যখন সন্তান জন্মের পর কেউ পরম করুনাময় ঈশ্বরকে সন্তান দান করার জন্য ধন্যবাদ দেয় আমি আনন্দিত হই এই ভেবে যে আরেক জন যীশু জন্ম নিলেন পাপে ভরা এই পৃথিবীকে উদ্ধার করতে। কিন্তু আজ পর্যন্তও কোন সত্যিকারের যীশুর দেখা মিলল না। সবাই কমবেশি অর্থের সন্তান।

দুবনা, ২৬ মে ২০২২


Wednesday, May 25, 2022

শিক্ষা

রাশিয়ায় বোলোগনা সিস্টেম থেকে বেরুনোর কথা সিরিয়াসলি ভাবা হচ্ছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এরা এই সিস্টেমে যায়। আমার মতে এটা পড়াশুনার মান উন্নত তো করেইনি বরং ক্ষেত্র বিশেষে খারাপ করেছে। আসলে এটা ছিল সোরসের অর্থ সাহায্যে রুশ তরুণ বিশেষজ্ঞদের সহজে ইউরোপ আমেরিকায় কাজ পাওয়ার জন্য সৃষ্টি। সোজা কথায় টাকা পাচারের সাথে সাথে বুদ্ধি পাচারের আইনী ব্যবস্থা। এটা যদি রোধ করা হয় আর সোভিয়েত ব্যবস্থার অনুকরণে নতুন শিক্ষা গড়ে তোলা হয় তবে সেটা হবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে বর্তমান যুদ্ধের সবচেয়ে কার্যকরী ফল।

দুবনা, ২৫ মে ২০২২


Monday, May 23, 2022

মুখ

 


বোরকা বা হিজাব শুনেছি অন্যদের দৃষ্টি থেকে নিজের সৌন্দর্য আড়াল করে রাখার জন্য। সেখানে তো কদর্যতা ঢেকে রাখার ব্যাপারে কিছু বলা হয়নি। অন্তত নরসিংদীর ঘটনা সেটাই প্রমাণ করে। হিজাব পরা মহিলা নিজের মুখ (চেহারা) ঢেকে রাখতে সক্ষম হলেও মুখ ও মনের কদর্যতা ঢেকে রাখতে পারেননি। তাহলে কী হবে এই হিজাব পরে?

দুবনা, ২৪ মে ২০২২

Sunday, May 22, 2022

চিন্তা

চিন্তার গভীরতা থাকলেই শুধু হবে না, স্বচ্ছতাও চাই। গভীর চিন্তা ঘোলা হলে সেটা আরও বেশি মারাত্মক আকার ধারণ করে। আবার স্বচ্ছ চিন্তা গভীর না হলে সেখানেও হাজারো সমস্যা তৈরি হয়

মস্কো, ২৩ মে ২০২২

বাজার

বাজার অর্থনীতিই যখন সব কিছুর নিয়ামক তাই সংসদ সদস্য পদ, মন্ত্রীত্ব এসব যে বাজার দরে কেনা বেচা হবে তাতে অবাক হবার কী আছে? আগে বিক্রি হত জনপ্রিয়তায়, এখন ধর্ম, বর্ণ, লিঙ্গ, সেক্সুয়াল অরিয়েন্টেশন, পার্টি তহবিলে চাঁদা এসবের বিনিময়ে হয়। ফর্ম বদলে গেছে যদিও কন্টেন্ট ঠিক আগের মতই আছে। আর এটা এখন উপমহাদেশ থেকে ইউরোপ আমেরিকার দেশে দেশে ছড়িয়ে পড়েছে।

মস্কো, ২২ মে ২০২২

Saturday, May 21, 2022

নাম

সেদিন এক জুনিয়র বন্ধুর সাথে দেখা। বেশ কয়েক বছর হয় বিয়ে করেছে।
ছেলে মেয়ে কয় জন? - হাসতে হাসতে জিজ্ঞেস করলাম।
এখনও নেইনি। আসলে বাচ্চার কি নাম রাখব সেটা নিয়ে স্ত্রীর সাথে এখনও মতৈক্যে পৌঁছাতে পারিনি।

সব জায়গায় নাম নিয়ে সমস্যা। ভাবতে ভাবতে আমি পথে নামলাম। 

দুবনা, ২১ মে ২০২২

নাম বিভ্রাট

পদ্মা সেতুর উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে এর নামকরণ নিয়ে উত্তেজনা ততই বাড়ছে। বিভিন্ন নাম আসছে। সব নামই যোগ্য তবে রাজনীতি বহির্ভূত নয়। অথচ যে নামটা সবার মুখে মুখে সেটার দিকে কেউ তাকিয়েও দেখছে না। আমার ছোটবেলায় আমাদের গ্রামে সেই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সড়ক সেতু তৈরি হয়। তখন কেউ কোন ব্যক্তির নামে এর নামকরণ করার কথা ভাবেনি। নাম রেখেছে কালীগঙ্গা সড়ক সেতু, যদিও ব্রীজ তৈরির আগে থেকে এখনও পর্যন্ত এটা তরার ব্রীজ নামেই সমধিক পরিচিত। একথা মাথায় রেখে পদ্মা নদীর উপরে নির্মীয়মাণ সেতুর নাম পদ্মা সেতু রাখলেই মনে হয় নাম বিভ্রাট এড়ানো যায়। 

দুবনা, ২১ মে ২০২২

Friday, May 20, 2022

কালো দিন

আমি কখনোই সঞ্চয়ী ছিলাম না যদিও বই, ডাকটিকেট, কয়েন, লংপ্লে, ক্যামেরার লেন্সের সংগ্রহ কমবেশি খারাপ না। তবে সঞ্চয় বলতে মানুষ সাধারণত টাকা পয়সা বোঝায়। কিছু কিছু জার্নাল আর্টিকেলের জন্য টাকা পয়সা দেয়। এভাবেই হাজার চারেক ডলার জমে গেছে। ওটা সাধারণত খরচ করি না বিপদে কাজে দেবে এই আশায়। কিছু দিন আগে গুলিয়ার দাঁতের জন্য কিছুটা ভাঙ্গালাম। ভাবছিলাম রেট যেহেতু ভালো বাকিটা ভাঙ্গিয়ে ফেলি। গুলিয়া বলল দরকার নেই, তাহলেই খরচ হয়ে যাবে। থেকে যাক কালো দিনের জন্য। ডলার নামতে নামতে আজ ৫৮ নেমে এসেছে। এভাবে চললে মনে হয় আমাদের আগেই ডলারের কালো দিন শুরু হবে।

দুবনা, ২১ মে ২০২২

সম্পর্ক

শুনলাম মদ খেয়ে কক্সবাজারে তিন জন মারা গেছে। এছাড়া প্রায়ই ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের খবর দেখি। আগে যে মাদক ছিল না তা নয়, তবে ইদানীং তার প্রকোপ বেড়েছে বলেই মনে হচ্ছে। হ্যাঁ, সেই সাথে বেড়েছে ধর্মীয় উন্মাদনা। বাড়ছে প্রায় আনুপাতিক হারেই। তাই জানতে ইচ্ছে করছে এ দুটো ঘটনা কি পরস্পর সম্পর্কিত নাকি প্রায় সবকিছুর মতই এরাও বিচ্ছিন্ন ঘটনা?

দুবনা, ২০ মে ২০২২

Thursday, May 19, 2022

বৃক্ষ

বিভিন্ন প্রাচীন গ্রন্থে মানুষকে গাছ লাগানোর উপদেশ দেয়া হত যে গাছ ফলের পাশাপাশি পাখিদের দেবে আশ্রয় বা পথিককে দেবে ছায়া। ছাদের গাছ শুধু তার মনিবকেই ফল দেয়। পাখির আশ্রয় হয় না, ছায়া দেয় না পথিককে। তাহলে কি তার বৃক্ষজীবন ব্যর্থ নাকি সেও মানুষের মত স্বার্থপর হয়ে গেছে?

দুবনা, ২০ মে ২০২২


পদ্মায় কত জল

বেগম খালেদা জিয়া ও ডঃ ইউনুসকে নিয়ে পদ্মা সেতু সম্পর্কিত শেখ হাসিনার মন্তব্যে ফেসবুকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটাকে শেখ হাসিনার শক্তির পারিচায়ক বলে মনে করছে, কেউ এই মন্তব্যে হতাশা প্রকাশ করছে। কোন প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন সেটা জানা নেই। কারণ অনেক সময় প্রোভোকেটিভ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই এ রকম মন্তব্য করেন। সেক্ষেত্রে এক ধরণের প্রতিক্রিয়া হয়। আবার যদি কেউ কোন রকম প্রোভোকেশন ছাড়াই এমন মন্তব্য করেন তার প্রতিক্রিয়া হবে একেবারেই ভিন্ন। তবে এদের পদ্মার জলে চুবিয়ে দেশ বা জাতি বা কার কি উপকার হবে সেটা আমার জানা নেই। হয়তো শেখ হাসিনা সহ কিছু লোক সাময়িক সন্তুষ্টি পাবেন। আর তার চেয়েও বড় কথা এটা শুধু কথার কথা, এটা কখনই ঘটবে না। আমার ধারণা এ সবের পরিবর্তে শেখ হাসিনা যদি এ দু'জনকে পদ্মা সেতুর উদ্বোধনের পরে সেখানে বৈকালিক ভ্রমণের আহ্বান জানাতেন সেটা হত একজন সত্যিকার রাষ্ট্রনায়কের কাজ। সেট আমাদের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা হলেও হালকা করত।


দুবনা, ১৯ মে ২০২২




দাম

অনেক মানুষ আছে যারা দামী বাড়ি, দামী গাড়ি, দামী খাবার নিয়ে গর্ব করে। তাদের কাছে দামটাই আসল। যত দামী তত ভালো, তত বেশি গর্ব করার বিষয়। এখন সব জিনিসের দাম বাড়ছে। তাদের নিশ্চয়ই পৌষ মাস। এক বন্ধু লিখল সেদিন যেখানে ১৫ টাকায় নাস্তা করত আজ সেটা ৩০ টাকা। ও প্রতিবাদ করছে। আর যারা দামকেই আসল ভাবে তারা খুশি কিনা সেটা কেউ লেখেনি। 

দুবনা, ১৯ মে ২০২২

Wednesday, May 18, 2022

১৯৯৪ থেকে ২০২২ - দুবনায় ২৮ বছর

 

আজ ১৮ মে বুধবার। ১৯৯৪ সালে ঠিক এই দিনে আমি দুবনায় কাজ শুরু করি। হ্যাঁ, ২৮ বছর আগে। সেটাও ছিল বুধবার। প্রতি ২৮ বছর পর পর ক্যালেন্ডার আগের রূপ ফিরে পায়, মানে ২০২২ সালের ক্যালেন্ডার আর ১৯৯৪ সালের ক্যালেন্ডার একেবারে মিলে যায়, যেমন মিলে ১৯৯৩ আর ২০২১ বা ১৯৯২ আর ২০২০। জীবনের প্রায় অর্ধেকটাই কেটে গেল দুবনায়।
দুবনা, ১৮ মে ২০২২



What is freedom?

For those who defined themselves as the preserver of freedom - Freedom is their right to do whatever they like, freedom to punish others for their own faults, freedom to rob others, freedom to live at the expense of the whole world. So there is only one who can really enjoy this freedom. Henceforth there is only one nation who can feel free and declare himself free from everything.


Dubna, 18 May 2022

Tuesday, May 17, 2022

ভ্রম

কোন এক দেলোয়ার মৎস্যজীবী লীগের সভাপতি। বিশাল প্রতিবেদন। তবে সমস্যা অন্য জায়গায়। আমি পড়লাম মৎস্য লীগের সভাপতি। তাজ্জব বনে গেলাম এই ভেবে যে যে দেশে মানুষের রাজনীতি নেই সেখানে আবার মাছেরা রাজনীতি করে কিভাবে? আর দেলোয়ার তার সভাপতি হয় কিভাবে? তবে আবার পড়ে নিজের ভুল বুঝলাম যদিও এত বড় প্রতিবেদনের কারণ বুঝলাম না। পড়লে নিশ্চয়ই বোঝা যেত। কেন যেন আগ্রহ জাগল না। 

দুবনা, ১৮ মে ২০২২

আলুর দম

খুব ইচ্ছে হল আলুর দম খেতে। দোকানে গিয়ে দমওয়ালা একটা আলুও খুঁজে পেলাম না। সব কবেই মরে ভূত। আলুর দম পাই কোথায়?

দুবনা, ১৭ মে ২০২২

প্রশ্ন

অনেক আগেই বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। সামাজিক মাধ্যমের কল্যাণে বিশাল জনগোষ্ঠী এর সাথে আজ সম্পৃক্ত। বাইনারি সিস্টেমের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই পদ্ধতি শুধু দুটো সম্ভাবনা নিয়েই সামনে এগোয় - ০ (মিথ্যা) আর ১ (সত্য)। আজ সারা বিশ্বে এই যে বন্ধু বা শত্রু, সাদা বা কালো মানে তৃতীয় বা মাঝামাঝি কোন পথের অভাব তার সাথে কি এই ডিজিটালাইজেশনের কোন সম্পর্ক আছে? কম্পিউটারের মত আমরাও কি শুধু সত্য আর মিথ্যার উপর ভিত্তি করে আমাদের নতুন ভাষা, নতুন মানসিকতা তৈরি করছি?

দুবনা, ১৭ মে ২০২২

Monday, May 16, 2022

দ্বিচারিতা

যদি একাত্তরে সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিল তারা মুক্তি সেনা হয়, দনবাসের যেসব মানুষ তাদের ভাষা, সংস্কৃতি, স্মৃতি, ইতিহাস আর মাটির জন্য লড়াই করছে তারা কেন মুক্তিযোদ্ধা নয়? আজকের মত একাত্তরেও আপনাদের বর্তমান বসরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। দ্বিচারিতা আর কত?

মস্কো, ১৬ মে ২০২২

Sunday, May 15, 2022

তেল

 

কেউ কেউ লিখছে কেউকেটারা তেল চুরি চুরি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তেল মাখলে তো হাত পিচ্ছিল হয় লেই জানি। তাতে তো হাত থেকে পয়সা ফস্কে যাবার কথা। ভাবছি এ কেমন তেলরে বাবা!

দুবনা, ১৫ মে ২০২২

Saturday, May 14, 2022

বিবর্তনের গণতন্ত্র

এক সময় প্রচুর পরিমাণ দাসের মালিকেরাই নিজেদের স্বার্থে আইন প্রনয়ন করতেন। এরপর বৃহৎ পুঁজি নিজেদের পছন্দের লোকদের নির্বাচিত করে আইন প্রনয়ন করে আসছে। এখন আবার পশ্চিমা দেশগুলো একত্রিত হয়ে নিজেদের স্বার্থে আন্তর্জাতিক আইন তৈরি করে প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইছে।

দুবনা, ১৫ মে ২০২২

ভ্রাতৃদ্বয়

একটা মুখ আর দু'টো কান থাকার পরেও মানুষ কেন বেশি কথা বলে আর কম কথা শোনে? 
মুখ মনে করে দু'টো কান দিয়ে প্রকৃতি মুখের প্রতি অবিচার করেছে। আর এই অবিচারের প্রতিবাদেই সে এত বেশি কথা বলে। কিন্তু কান ভ্রাতৃদ্বয় বিজ্ঞ রাজনীতিবিদদের মত কানে না শোনার ভান করে এসব প্রতিবাদ এড়িয়ে যায়। 

দুবনা, ১৪ মে ২০২২

সাম্য

ইউক্রেন চেয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকে ওদের মত ধনী হতে, সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নত করতে। এখন মনে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো স্যাঙ্কশনের রাজনীতি করে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরে গরীব হয়ে যাচ্ছে, যেভাবে পার সেভাবে ইকনমি করে জনগণের জীবনযাত্রার মান নীচে নামিয়ে আনতে চাইছে। এভাবেই তারা ইউক্রেনের খায়েশ মেটাতে ব্যস্ত। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব বলে কথা - সে গরীবেরই হোক আর ধনীরই হোক।

দুবনা, ১৪ মে ২০২২

Friday, May 13, 2022

নেতা

 

বাংলায় দুটো পরস্পরবিরোধী প্রবাদ আছে -
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল;
নাই মামার চেয়ে কানা মামা ভাল।

বর্তমান বিশ্ব যে রকম নেতৃত্বের সমস্যায় ভুগছে তা দেখে মনে হয় দ্বিতীয় প্রবাদটাই সত্য। নেতৃত্ব বিহীন রাজনৈতিক বাস্তবতার চেয়ে যেকোনো নেতৃত্ব ভাল এমনকি যদি সেটা আমাদের পছন্দ নাও হয়। কারণ সত্যিকার নেতা - সে আমাদের পছন্দ হোক আর নাই হোক - দায়িত্ব নিতে পারে, দায়িত্ব নেয় - আর নেতার আসনে বসে থাকা ব্যক্তিত্বহীন নেতারা শুধু কার ঘাড়ে নিজের ব্যর্থতার দোষ চাপানো যায় সেটাই খুঁজে বেড়ায়।

দুবনা, ১৩ মে ২০২২

Thursday, May 12, 2022

ভারসাম্য

যদি কাউকে লাখ লাখ মানুষ হত্যা করার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তখন সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য লাখ লাখ মানুষকে লঘু পাপে গুরুদন্ড দিতে হয়। প্রকৃতির নিয়ম বলে কথা।

দুবনা, ১২ মে ২০২২

Wednesday, May 11, 2022

Helios 40-2 C 1.5/85

 

নতুন একটা খেলনা কিনলাম। রাশিয়ায় তৈরি লেন্স। খুব ভাল বকেহ দেয়। মেয়েদের যেমন মাঝেমধ্যে জামাকাপড় না কিনলে জীবনটা ষোল আনাই মিছে হয়ে যায় ফটোগ্রাফারদেরও তেমনি মাঝে মধ্যে নতুন ক্যামেরা বা লেন্স না কিনলে জীবনটা পানসে হয়ে যায়। এটা ছিল টেস্ট ড্রাইভ। আশা করি কিছু দিনের মধ্যেই কিছু ভাল ছবি তুলতে পারব।
দুবনা, ১১ মে ২০২২



Tuesday, May 10, 2022

ডিগ্রি

এক ছেলে বিশাল বিশাল ডিগ্রি নিয়ে দেশে বেড়াতে এল।
তার বাবা অনেক খুঁজে ওর জন্য একটা ডাব কিনে আনলেন। 
অনেক খুঁজেও কোথাও ডাব খাওয়ার ইনস্ট্রাকশন না পেয়ে ছেলেটি ডাবটি সরিয়ে রাখল।
বাবা তখন ওর সার্টিফিকেটগুলো ওর দিকে ঠেলে দিলেন।
অবাক হয়ে ছেলেটি বাবাকে জিজ্ঞেস করল
- আমি এত কষ্ট করে এগুলো অর্জন করলাম আর তুমি সেটা দেখলে না?
- যে ডিগ্রি তোমার সাধারণ জ্ঞান ব্যবহারের পথে বাধা হয়ে দাঁড়ায় সেটা দিয়ে তোমারই বা কী লাভ হবে আর সেটা দেখে আমারই বা কী লাভ হবে?

দুবনা, ১১ মে ২০২২

সত্য মিথ্যা

চার্চিল বলেছিলেন ব্রিটেনের কোন বন্ধু নেই, আছে জাতীয় স্বার্থ। এখন বলার সময় এসেছে সত্য বলে কিছু নেই, যা কিছু আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের স্বার্থের পরিপন্থী সে সবই মিথ্যা।


দুবনা, ১০ মে ২০২২

Monday, May 9, 2022

কবিতা

মমতা ব্যানার্জির কবিতা শুনছিলাম। প্রচন্ড রকম নিগূঢ় অর্থপূর্ণ সব কবিতা। কোয়ান্টাম অনিশ্চয়তার সূত্র দিয়ে ভরা। ভয় হচ্ছে এখন সবার সব লেখা, সব কাজ সম্পর্কে সবাই বলবে ওটা তো মমতা ব্যানার্জির কবিতাতেই লেখা আছে।

দুবনা, ১০ মে ২০২২

রান্না

বৌ জিজ্ঞেস করল আমি কি রান্না করছি।
এখনও জানি না, নাম ঠিক করিনি।
ইনগ্রেডিয়েন্টটা কি শুনি?
ভেড়ার চর্বি, চাল, গাজর, শিম, কুমড়া, বরবটি, আপেল আর মশলা এই সব আর কি।
এসব ভেজে যখন তাতে গরম জল দিতে গেছি ভাবলাম চা দিলে কেমন হয়। পরে মনে হল একদিনে এত এক্সপেরিমেন্ট ভালো নয়। ওটা নেক্সট টাইমের জন্য রেখে দিলাম। 
ও হ্যা, বলতে ভুলে গেছি। দুপুরে ওয়াইনের সাথে খাবারটা খারাপ লাগেনি যদিও রাতে বৌ বলল ফিগন্যা।

দুবনা, ০৯ মে ২০২২


Sunday, May 8, 2022

নাই নাইরে

দেশে কোথাও হাহাকার নেই, অভাব নেই, হতাশা নেই। যাহোক শেষ পর্যন্ত একজন মন্ত্রী স্বীকার করলেন যে আমাদের দেশেও অনেক কিছুই নেই। ঘুষ, দুর্নীতি, অপরাজনীতি এসব কেন এই চার্টে স্থান পেল না সেটাই ভাবনার বিষয়।

দুবনা, ০৮ মে ২০২২

Saturday, May 7, 2022

Freedom

Freedom of expression does not mean freedom to lie. Freedom of expression does not allow anyone to spread fake news.

Dubna, 08 May 2022 

সনদপত্র

দেশে এত এত সনদপত্র দেওয়া হয় তাহলে মন্ত্রী, আমলা বা বিভিন্ন হোমরাচোমরা মানুষের আত্মীয়তার সনদপত্র কেন দেওয়া হয় না? তাহলে টিটিকেও বরখাস্ত করতে হত না, মন্ত্রীকেও আত্মীয়তার খবর মিথ্যা বলে বক্তব্য রাখতে হত না।

দুবনা, ০৭ মে ২০২২

গান

সপ্তাহ দুয়েক আগের কথা। সোমবার। ক্লাস শেষে বাসায় ফিরেছি। একটু রেস্ট নিয়ে দুবনা ফিরব। মনিকা অফিসে। সেভা বাসায়। একটু কথা বলে ও নিজের ঘরে চলে গেল। আমি বসে বসে টিভি দেখে সময় কাটাতে লাগলাম। কিছুক্ষণ পরে কেমন একটা শব্দ, গলায় আঙ্গুল দিয়ে বমি করলে যেমনটা হয়। মনে পড়ে গেল ছাত্র জীবনের কথা। আড্ডায় বসে খুব বেশি ড্রিঙ্ক করলে এমনটা হত আমাদের সাথে। একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম। যদিও সেভাকে দেখে তেমন কিছুই মনে হচ্ছিল না তারপরেও টেনশন। আমাকে বেরুতে হবে। ও বাসায় একা। তাই এক সময় জিজ্ঞেস করলাম, 
সেভা, তোর সব কিছু ঠিকঠাক আছে তো? 
হঠাৎ এই প্রশ্ন? 
মনে হল কেউ যেন বমি করছে। 
সেভা তো হেসেই অস্থির। 
ওটা আমি গান শুনছিলাম। একজন ওভাবে গান গায়। 
মনে মনে ভাবলাম, ইস ছাত্র জীবনে যদি বুদ্ধিটা মাথায় আসত এখন মনে হয় বেশ নামকরা গায়ক হয়ে যেতাম।

দুবনা, ০৭ মে ২০২২

গরীব মন্ত্রী গরীবের মন্ত্রী নয়

শুনলাম বিনা টিকেটে এসি কামরায় ভ্রমণের জন্য রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করায় চেকার বহিষ্কৃত। এই খবর না পড়লে জানাই হত না যে আমাদের মন্ত্রীরা এত গরীব। আত্মীয়দের জরিমানা নয় তাদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেয়া উচিৎ ছিল চেকারের। 

দুবনা, ০৭ মে ২০২২

Friday, May 6, 2022

তেলে জলে

মানুষ জলের দামে তেল চায় অথচ তেলের বদলে জলে ভাজা মিষ্টি কুমড়ার বেগুনি তার মুখে রুচে না। ঈদকে ঈদ বানানো বাংলা একাডেমি কী করে? 
দুবনা, ০৭ মে ২০২২

Thursday, May 5, 2022

বিশ্ব ব্রাহ্মণ

বিশ্ব রাজনীতিতে আমেরিকা ইংল্যান্ড হল কুলীন ব্রাহ্মণ। এদের সাথে চলা বারণ পাছে আপনার ছায়া ওদের গায়ে পড়ে। পিছনে চলতে হবে ক্রীতদাসের মত সব অধিকার বিসর্জন দিয়ে। সামনে চলবেন? আপনার সাহস তো কম নয়? ওরা কিছু বলার আগেই হাজার রকমের মানবাধিকার কর্মী তাদের দেবতুল্য রাজাধিরাজদের রক্ষায় কোমড়ে গামছা বেঁধে আপনার পেছনে লাগবে। মুক্তচিন্তার দাবিদার এই মানুষগুলো তথাকথিত নিও লিবারেলিজমের মধ্যযুগীয় ক্রীতদাস সেজে আপনাকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দালাল বানিয়ে ছাড়বে। 

দুবনা, ০৬ মে ২০২২

লাল বাতি

আজ আবার হেড টু হেড কলিশন হল। সাঁতার কাটতে গিয়ে। ভাবছি একটা রেড লাইট মাথায় এঁটে সাঁতার কাটতে যাব।

দুবনা, ০৫ মে ২০২২

লাল সালাম

যদিও আমাদের নতুন বাসায় গুলিয়া শখ করে একটা বিশাল আয়না লাগিয়েছিল, আমি আমার বাসা ছেড়ে চলে আসার পর সেই যে বিভিন্ন ব্যাগ আয়নার সামনে রেখেছি যে এসব ভেদ করে আয়নায় আর মুখ দেখা যায় না। আজ অফিসে লিফটে আয়নায় নিজেকে দেখে একটু চমকে উঠলাম। এ যে লালে লাল দুনিয়া। পরে মনে পড়ল আজ ৫ মে কমরেড মার্ক্সের জন্মদিন। তাই ভাবলাম নিজের একটা ছবি তুলে কমরেডকে আক্ষরিক অর্থেই একটা লাল সালাম জানিয়ে দিই। 

দুবনা, ০৫ মার্চ ২০২২

Monday, May 2, 2022

চাঁদ

গরীব মানুষের বেতন দেখা ঈদের চাঁদ দেখার চেয়েও অনেক বেশি ঝক্কির।

দুবনা, ০৩ মে ২০২২

Sunday, May 1, 2022

শুভ ঈদ

ইন্দোনেশিয়ায় আজ চাঁদ দেখা গেছে, সৌদি আরবেও। বাংলাদেশের মেঘমুক্ত তাহলে কেন দেখা যাচ্ছে না? 

হয় ভিসাসংক্রান্ত ঝামেলায় চাঁদ বর্ডারে আটকা পড়ে আছে, অথবা ট্রাফিক জ্যামের ভয়ে ভিন্ন রুটে গেছে অথবা বোরকা পরে চাঁদ বাংলাদেশ পাড়ি দিয়েছে।

চাঁদ উঠুক আর নাই উঠুক আজ সবাইকে ঈদের শুভেচ্ছা। 

দুবনা, ০২ মে ২০২২

পটল তোলা

ওগো, ছেলেটা এতদিন পর বাড়ি এল, বাগান থেকে কিছু পটল তুলে আনবে?
পটল তুলতে যেতে পারি তবে আনতে পারব কিনা সেটা বলতে পারছি না। 
কেন?
শুনেছি পটল তুলে লোকজন বাড়ি ফেরে না। বেহেস্তের হুরপরীরা পটলের লোভে মানুষকে ভুলিয়ে নিজেদের ঘরে তুলে নেয়।

দুবনা, ০২ মে ২০২২