Thursday, June 25, 2020

বাউল গান

দেশে থাকতে প্রায় সকালেই আজানের সাথে সাথে বাউলদের গান শুনতে শুনতে ঘুম ভাংত। গ্রামের ফটিক সাধু খুব ভোরে গান গেয়ে চলে যেত আর দুপুরে আসত ভিক্ষা নিতে। পরে বাউল গানকে অনেকেই জনপ্রিয় করে তোলেন, বলা যায় জাতে, মানে গ্রাম গঞ্জের ফকির আর বৈরাগীদের কাছ থেকে রেডিও, টিভি এসব জায়গায় নিয়ে আসেন। পূর্ণদাস বাউল ছিলেন তাঁদেরই একজন। মস্কোয় এক সময় তাঁর ক্যাসেত অনেকের ঘরেই শোনা যেত।

দুবনা, ২৫ জুন ২০২০



No comments:

Post a Comment