বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পী বিভিন্ন গান আমাদের জীবনে দারুন প্রভাব ফেলে, সেটা হতে পারে কারও ব্যক্তি জীবনে বা কারও সমষ্টি জীবনে। বাংলা গানের জগতে যখন হেমন্ত মান্না (এর বাইরেও অনেকেই ছিলেন দুই বাংলায়, কাউকে খাটো না করেই বলছি) একচ্ছত্র রাজ্যত্ব তখন ধুমকেতুর মত আবির্ভাব ঘটে ভুপেন হাজারিকার।
মানুষ মানুষের জন্য
আমি এক যাযাবর
গঙ্গা আমার মা পদ্মা আমার মা
সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল
হে দোলা হে দোলা
..................
প্রতিটি গান জনমানসে এক অদ্ভুত আলোড়ন তুলেছিল। মনে হত এ গানগুলো শুধু ভুপেন হাজারিকার জন্যই লেখা।
দুবনা, ০৬ জুন ২০২০
No comments:
Post a Comment