জ্যাজের প্রতি আকৃষ্ট হই মনে হয় ছাত্র জীবনের শেষের দিকে, বন্ধু আন্দ্রে বিচিক আর আলেগ বালাবানের অনুপ্রেরনায়। ওরা ওদের বন্ধুদের কাছ থেকে রীল নিয়ে আসত। Luis Armstrong, Nat King Cole, Billie Holiday, Duke Ellington আরও কাত নাম। রুশদের মধ্যে ছিল তকারেভ, গুদকভ (মূলত স্যাক্সোফনিস্ট)। আসলে সোভিয়েত আমলে আমেরিকান জ্যাজ প্লেয়ারদের রেকর্ড পাওয়া যেত, তবে সেসব বেরুনোর সাথে সাথেই শেষ হয়ে যেত। রকের উপর যত বাধা নিষেধ ছিল এখানে তা ছিল না। মনে হয় সোভিয়েত নেতাদের ধারণা ছিল জ্যাজ আফ্রো-আমেরিকানদের মিউজিক আর এরা ছিল শোষিত, নির্যাতিত মানুষের প্রতিনিধি। তবে দেশীয় জ্যাজ শিল্পীরা হালে তেমন জল পায়নি। অনেকেই পরে আমেরিকায় গিয়ে নাম করেছে। তবে পেরেস্ত্রইকার শেষের দিকে এসব বাধা নিষেধ উঠে যেতে শুরু করে। এমন কি লারিসা দলিনা পর্যন্ত ক্যারিয়ার শুরু করে জ্যাজ দিয়ে। Что Где Когда নামে শিক্ষামুলক অনুষ্ঠানে মিউজিক্যাল ব্রেকে প্রায়ই জ্যাজ শিল্পীরা গাইত।
No comments:
Post a Comment