পান বাঁশির (pan flute) সাথে প্রথম পরিচয় আমাদের ইউনিভার্সিটির পেরুর ছেলেমেয়েদের মাধ্যমে। এটা মনে হয় ওদের জাতীয় বাঁশি। (মানুষের জাতীয় পশু থাকে, জাতীয় পাখি থাকে, জাতীয় পোশাক থাকে, জাতীয় গাধা থাকে - বাঁশি থাকতে দোষ কি?) যে অনুষ্ঠানই হোক আর নাচ গান যাই হোক এটা থাকবেই। বাজাতও ভাল। কিন্তু এর সত্যিকারের মন মোহিনী সুরের সন্ধান পাই পরে জর্জ জাম্ফিরের বাজনা শুনে। তপুই মনে হয় প্রথম ক্যাসেট দিয়েছিল, অথবা কাজাখস্তানের বন্ধু নাজিম - সেটা এখন মনে নেই। তবে অনেকদিন সেটা ছিল প্রিয় ক্যাসেট। ২০০৭ সালে প্রথম যখন রুমেনিয়া যাই, আমার ইনভাইটেশনে সই করেন ন্যাশনাল ইন্সটিটিউট ফর ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর ডাইরেক্টর জাম্ফির। আমি তো অবাক। মানে আমার ধারণা ছিল জর্জ জাম্ফির পেরু বা ঐ এলাকার হবেন। আমার স্থানীয় সহকর্মীকে প্রশ্ন করে জানলাম জর্জ জাম্ফির রুমানিয়ার লোক, সে দেশের জাতীয় বীর। সাথে পেলাম তাঁর একটা সিডি। হয়তো পেরুর যুবকদের মত ঈগলের পেছনে ছোটার শক্তি তাঁর নেই, কিন্তু তাঁর বাজনায় যে মধু আছে সেটা যেকোন ঈগলকে বশ মানাতে পারে।
No comments:
Post a Comment