Wednesday, June 10, 2020

স্মৃতি

পুরনো অ্যালবামের ধুলো ঝাড়তে গিয়ে সুখ স্মৃতির সাথে সাথে কিছু দুঃখ স্মৃতিও যে বেড়িয়ে আসবে সেটাই স্বাভাবিক। অতীতের সুখ- দুঃখ, সাফল্য-ব্যর্থতা যে হাসি মুখে বরণ করে সামনে এগিয়ে যেতে পারে সেই আধুনিক মানুষ। আর যে কষ্টের ছবিগুলো সরিয়ে রেখে শুধুমাত্র সুখের প্রদর্শনীর আয়োজন করে সে শুধু অতীত থেকেই নয় বর্তমান থেকেও পালিয়ে বেড়ানো পরাজিত মানুষ যদিও সে এটাকে সামাজিকতা, শালীনতা ইত্যাদির মোড়কে বিক্রি করে মানসিক শান্তি লাভ করতে চায়।

দুবনা, ১১ জুন ২০২০



No comments:

Post a Comment