আমাদের ইউনিভার্সিটিতে শতাধিক দেশের ছেলেমেয়েরা পড়াশুনা করত, তাই বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সে ছিল এক সুবর্ণ সুযোগ। নিজে কোরাস বাংলাদেশের সাথে জড়িত থাকায় অনেক সময় এক সাথে রিহার্সাল দিতাম, গান গাইতাম বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দেশের ছেলেমেয়েদের সাথে। যেহেতু তখন এ দেশে যারা আসত তাদের অধিকাংশই ছিল প্রগতিশীল ছাত্র-যুব সমাজের অংশ, বিপ্লবী গান ছিল সবার মুখে মুখে। "গুয়ান্তানা মেরা অহির গুয়ান্তানা মেরা" গেয়ে ল্যাটিন আমেরিকার বন্ধুরা অনেক সময় আমাদের সম্ভাষণ জানাত। কালো পোশাকে চিলির ঝাকরা চুলো ছেলেরা গানে গানে আসর মাতিয়ে রাখত। থাকত পেরু, কলম্বিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলা, ব্রাজিল, বলিভিয়া সহ বিভিন্ন দেশের ছেলেমেয়রা। একবার আমরাও কোন এক অনুষ্ঠানে ইরিনা কিরিলভনার উদ্যোগে "আব্রে সেন্দাস পারলস সেরস" গাইলাম। আসলে তখন হয়তো খেয়াল করিনি, তবে এই যে ছোট ছোট মেলামেশা, এই যে একসাথে বিভিন্ন দেশের মানুষের সাথে থাকা, চলে, লেখাপড়া করা - এটাই হয়তো আমাদের আমরা যা সেটা তৈরি করতে সাহায্য করেছে।
No comments:
Post a Comment