বাংলাদেশে করোনা নিয়ে এত ঝক্কির কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়?
দেখুন দেশে সব হয় টেন্ডারের মাধ্যমে। টেন্ডার হবে, দলাদলি হবে, কমিশন কে কত পাবে তার হিসাব-নিকাশ হবে, এরপর বিশ্ব ব্যাংকের অনুমোদন লাগবে - সে এক এলাহি কাণ্ড। আর করোনা কী করল? বিনা নোটিশে, বিনা আমন্ত্রণে এসে হাজির। বানের জলও এভাবে আসে না। কিন্তু টেন্ডারবাজরা কী সহজে দমার পাত্র? তাইতো করোনা যাতে তাদের হিস্যা সুদে-আসলে শোধ না করে পালাতে না পারে সেজন্য তারা করোনার নির্গমন পথ যতদূর সম্ভব কণ্টকাকীর্ণ করতে চাইছে। লাভ ক্ষতির এই বোঝাপড়ায় কিছু ডাক্তার, কিছু নাগরিকের জীবন যদি বিপন্ন হয়, আমলারা কীই বা করতে পারে? বাজার অর্থনীতি, অর্থনীতির বাজার বলে কথা!
দুবনা, ২৫ জুন ২০২০
No comments:
Post a Comment