ছাত্র জীবনে করাস বাংলাদেশের হয়ে আমরা বিভিন্ন গান গাইতাম, মূলত গণসঙ্গীত। অধিকাংশই ছিল বাংলায়। এক আধটা ইংলিশ বা স্প্যানিশ গান ছিল, আর ছিল রুশ গান। কাতিউশা, পাদমস্কোভনিয়ে ভেচেরা - এগুলো তো ছিলই। বিশেষ বিশেষ উপলক্ষ্যে কিছু বিপ্লবী গানও ছিল। এদেরই একটা ডেমক্রাটিক ইউথএর সঙ্গীত।
দুবনা, ২৮ জুন ২০২০
https://www.youtube.com/watch?v=pT5hNBw3gTA
No comments:
Post a Comment