Friday, June 19, 2020

টাকেশ্বর

বন্ধু তপন লিখেছে একজনকে করোনা প্রতিরোধে সামান্য আস্পিরিনের কথা বলায় সে রাগ করে বিকাশে টাকা পাঠানোর প্রস্তাব দিয়েছে। এটা শুনে অবাক হওয়ার কিছু নেই। সমাজ আজ টাকার গোলাম। মানুষের ধারণা টাকাই ঈশ্বর, টাকা সব করতে পারে, টাকা দিয়ে সব করা যায়। সবাই টাকার পেছনেই ছুটে। তাই টাকার অংক কম হলেই মানুষ তা সন্দেহের চোখে দেখে। এটা বর্তমান সমাজের অন্যতম ব্যাধি। মানুষ নিজের শক্তির কথা ভুলে গেছে। মানুষ ভুলে গেছে যে সে নিজের চেষ্টাতেই বিজ্ঞানের বিকাশ ঘটিয়েছে। এই যে আমরা এখন হাজার হাজার কিলোমিটার দূরে বসেও একে অন্যের সাথে সহজেই যোগাযোগ করছি, সেটাও মানুষের নিজের শক্তিতেই। তারপরেও অধিকাংশ মানুষ সেটা বিশ্বাস করে না। সে বিশ্বাস করে না যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, নিজের দৈনন্দিন জীবনে একটু পরিবর্তন এনেই অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। সে তার সাফল্যকেও দেখে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে। আর এখান থেকেই আসে আত্মবিশ্বাসের অভাব। ভোগবাদী এ সমাজে ঈশ্বরের পাশাপাশি টাকাও নতুন দেবতা রূপে অবতীর্ণ হয়েছে। সেটা প্রমাণ করার জন্য নামকরা ধর্মীয় নেতাদের পারিশ্রমিক আর তাদের আরাম আয়েশের জীবনধারণের চিত্রই যথেষ্ট। করোনা টাকার মুখে থু থু    ফেলে দেখিয়ে দিচ্ছে ভোগবাদী দর্শনের অনেক ত্রুটি বিচ্যুতি। আসুন, করোনাকে ঘৃণা করার সাথে সাথে তার কাছ থেকে কিছু শিক্ষাও গ্রহণ করি।

দুবনা, ১৯ জুন ২০২০  

No comments:

Post a Comment