Sunday, June 28, 2020

বকুল লিপা

সবাইকে গরমের গরম গরম শুভেচ্ছা। এ সময় লিপা (Linden) র গন্ধে বাতাস ভরপুর। চেরেমুখা (bird cherry), সিরেন (lilac), আপেলের গন্ধ মিলাতে না মিলাতেই লিপা আসে সুগন্ধির ডালা নিয়ে। যদিও বকুল নয়, তবুও এই ফুল আমাকে বকুলের কথাই মনে করিয়ে দেয়। এক সময় লিপা সংগ্রহ করতাম চায়ের সাথে মেশানোর জন্য। এখন বন থেকে স্মারোদিনা (currant), মালিনা (raspberry), জিম্লিয়ানিকি (wild strawberries), চেরনিকা (blueberries) এসবের কচি পাতা তুলে শুকিয়ে রাখি চায়ের সাথে মিশিয়ে খাওয়ার জন্য।


দুবনা, ২৮  জুন ২০২০







No comments:

Post a Comment