সোভিয়েত ইউনিয়নে আসার আগে এদেশের গান সম্পর্কে তেমন ধারণা ছিল না। জানতাম এক সময় ইন্টারন্যাশনাল ছিল সোভিয়েত দেশের জাতীয় সঙ্গীত। এখানে এসে সোভিয়েত জাতীয় সঙ্গীতের শক্তি দেখে অবাক হলাম। তার সুর মৃতকেও জীবিত করে তুলে। ধীরে ধীরে পরিচিত হলাম অন্যান্য গানের সাথে। এসব গানের একটা বিরাট অংশ ছিল যুদ্ধের গান। কোনটা তার সুরে অমর, কোনটা কথায়। একাত্তরেও এরকম কিছু অমর গান জন্ম নিয়েছিল বাংলাদেশে। যেসব গান গেয়ে সোভিয়েত মানুষ ফ্যাসিদের বিরুদ্ধে জীবন-মরণ লড়াইয়ে নেমেছিল তাদের একটি ছিল
Вставай страна огромная
No comments:
Post a Comment