যদিও মাঝে মধ্যে কুইনের গান শুনতাম, তবে খুব যে ভক্ত ছিলাম তা নয়। কিন্তু ফ্রেডি মার্কারির এইডস হয়েছে শোনার পর শুরু হল কুইনের অ্যালবাম সংগ্রহ করা। সৃজনী কুইনের গান খুব পছন্দ করত। ওর কাছ থেকেই প্রথম কিছু গান রেকর্ড করি। তারপর লং প্লে । একসময় স্টেজে ফ্রেডির লম্ফঝম্প দেখতে ভালো লাগত না, এরপর সেটায় দেখলাম অফুরান প্রাণ শক্তি। পরে তো We are the Champions যেকোনো খেলার জাতীয় সঙ্গীতে পরিণত হল। বার্সেলোনা অলিম্পিকের পর কুইনের প্রতি ভালবাসা নতুন মাত্রা পেয়েছিল।
দুবনা, ১৪ জুন ২০২০
No comments:
Post a Comment