প্রতিটি যুগের প্রতিটি দেশের তরুন সমাজের নিজ নিজ প্লে লিস্ট থাকে। আশির দশকে মস্কোয় এমন ছিল মাইকেল জ্যাক্সন, ম্যাডোনা, জর্জ মাইকেল, বয় জর্জ, হুলিও ইগ্লেসিয়াস, ক্রিস রী, মডার্ন টকিং, তোতো কুতুনিও, চিলেন্তানা, সান্দ্রা, সাব্রিনা, এরিখ ক্ল্যাপ্টন, ক্রিস ডে বার্গ, এল্টন জন সহ অসংখ্য গায়ক গায়িকা। রুশ গায়ক গায়িকা র সঙ্খ্যাও কম ছিলি না। এসব গান বিভিন্ন অনুষ্ঠানে বাজত, বিশেষ করে ডিস্কোটেকায়। সাথে চলত নাচ - উন্মত্ত যৌবনের নাচ। এই অসংখ্য প্রিয় মুখের মধ্যে যেটা বার বার আমার কাছে ফিরে আসে সেটা প্যাট্রিসিয়া ক্যাসের মুখ। গাইতেন পপ, কিন্তু তার গায়কী ভঙ্গী, চলাফেরায় শান্সনের ভাব। সোভিয়েত দেশের লাইমা ভাইকুলের মত অনেকটা। এদেশে মানুষের ভালবাসা পেয়েছেনও প্রচুর।
No comments:
Post a Comment