Thursday, June 11, 2020

কফি হাউজের আড্ডা - মান্না দে

দেশে থাকতে, বিশেষ করে স্কুলে পড়ার সময়, হেমন্ত আর মান্নার ফ্যানদের ঝগড়ায় হেমন্তের পক্ষেই লড়ে গেছি। মনে হয় না তাঁদের নিজেদের মধ্যে এ রকম রেষারেষি ছিল। তখনও অবশ্য দু জনের গান শুনেই আনন্দ পেতাম, এখনও পাই। তবে মস্কো আসার পর যখন "কফি হাউজের আড্ডা" শুনি আর দেখি এরই মধ্যে অনেক বন্ধু, বড় ভাই মস্কো ছেড়ে দেশে বিদেশে চলে গেছে, এ গানটি যেন নিজের জীবন সঙ্গীত হয়ে ওঠে। ঐ গান শুনতে শুনতে আজও মনে পড়ে যায় আশির দশকের মস্কোর কথা, তখনকার বন্ধুদের কথা, সাত বা দশ নম্বরের আড্ডার কথা ......  

দুবনা, ১১ জুন ২০২০


No comments:

Post a Comment