Saturday, June 20, 2020

কাঁধে ঘাড়ে গলাগলি

ভাবছি ঘাড় আর কাঁধ পাশাপাশি না থাকলে মানুষের কী হত। নিজের উপর যখন বিশ্বাস হারিয়ে ফেলে মানুষ তখন হয় কাঁধ খোঁজে, নয়তো ঘাড়।কাঁধ খোঁজে হাত রাখার জন্য, বিপদ পার হওয়ার জন্য আর ঘাড় খোঁজে নিজের দুর্বলতা, ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্য। ভাগ্যিস বেশি দূরে যেতে হয় না, নইলে কী যে হত এইসব দুর্বল চিত্ত মানুষদের?

দুবনা, ২০ জুন ২০২০

No comments:

Post a Comment