করোনা ঝড় স্তিমিত। দূর আকাশে সূর্যের এক চিলতে হাসি। বাতাসে ফুলের সুবাস। শীতল বসন্তের পর প্রকৃতিতে ভালবাসার উষ্ণ মাদকতা। চারিদিকে মুক্তির আনন্দ। এরমধ্যেই কিছু উটপাখি ঠায় দাঁড়িয়ে আছে বালুতে মাথা গুঁজে। কে জানে, মনে হয় ঝড় থেকে রক্ষা পেতে চেয়েছিল। ঝড় দেখেনি। দেখেনি ঝড়ের তাণ্ডব। দেখেনি বিজলীর খেলা। শোনেনি বাতাসের আর্তনাদ। এই নাদেখার দীর্ঘ তালিকায় যোগ হয়েছে ঝড় শেষে জীবনের উৎসব, মুক্তির আলো। পাখির ডাক, ফুলের হাসি, মেঘের উড়ে যাওয়া, জীবনের মেলা এসবও হারিয়ে গেছে ওদের জীবন থেকে। ওরা বেমালুম ভুলে গেছে জীবনের কথা। ভুলে গেছে - সময় বদলে গেছে, বদলে গেছে জীবন। হায়রে উটপাখি। এ দুঃখ কোথায় রাখি!
No comments:
Post a Comment