যখন রাজন গানের খেলায়, গানের মেলায় ডাকে তখন ভেবে কূল পাচ্ছিলাম না কিভাবে ১৫ দিন ধরে কাজটা চালিয়ে যাব। পনের দিন অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু প্রিয় গান, প্রিয় শিল্পী একের পর এক বেড়িয়ে আসছে স্মৃতির পট থেকে। বাংলা গানের জগতে আমার জীবনে হেমন্ত সব সময় এক বিশেষ স্থান অধিকার করে ছিলেন তাঁর সুরেলা কণ্ঠের জন্যে। ভেবেছিলাম যখন সব গান ফুরিয়ে যাবে তখন তাঁর কথা লিখব। কিন্তু আজ ঘুম থেকে উঠে দেখলাম হেমন্ত প্রণামে ফেসবুক ভরে গেছে। সবাই জানাচ্ছে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। এমন সুযোগ নিজেই বা হাতছাড়া করি কীভাবে! কত গান যে মনে গেঁথে আছে কে জানে? ছোটবেলায় তারাভরা আকাশের দিকে তাকিয়ে ধ্রুবতারা খুঁজতে খুঁজতে কতবার মনে হয়েছে "আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা"। এখন যখনই "এই মেঘলা দিনে একলা ঘরে" গানটি শুনি চোখের সামনে ভেসে ওঠে রেজার মুখ। মস্কোয় আসার পর যে যেভাবে পারত তা দিয়েই আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিত। রেজা গাইত মেঘলা দিনের গান। অথবা "কোন এক গাঁয়ের বধু"। মনে আছে ২০১১ সালে দেশে গিয়ে নদীর তীরে হাঁটতে হাঁটতে যখন এক বধুকে দেখলাম কলসি কাঁখে জল নিয়ে যাচ্ছে এ কথাটাই মনে পড়ল, ছবিও তুলেছিলাম। মস্কোতে এক সময় মান্না দের "কফি হাউজের" মতই জনপ্রিয় ছিল "আয় খুকু আয়।" এসব গান যেন গান নয়, আমাদের জীবনের কথা। "আজ দুজনার দুটি পথ", "নীল আকাশে নীচে", "মুছে যাওয়া দিনগুলি", "এই রাত তোমার আমার" ... কত গান যে মনে আসছে। শুভ জন্মদিন প্রিয় শিল্পী
No comments:
Post a Comment