বিজ্ঞানে শেষ কথা বলে কিছু নেই, আছে শুধু সামনে যাওয়া, যে কোন আবিষ্কারকেই মডিফাই করা। এই যে আপনি এক্তার পর একটা আইফোনের নতুন মডেল পাচ্ছেন, সেটাও ঐ বইজ্ঞানিক ভাবনার ফসল। একই কথা অন্য সব ক্ষেত্রেই। তবে শিল্প, সাহিত্যে অনেক সময়ই মনে হয় এরচেয়ে ভালো আর হতে পারে না। শেক্সপীয়ার, পুশকিন, রবীন্দ্রনাথ, মোজার্ট, বীঠোফেন - অনেকেই মনে হয় অনতিক্রম্য। এমনটা ঘটে অনেক শিল্পী, অভিনেতা-অভিনেত্রী বা গায়ক-গায়িকার ক্ষেত্রে। এখো (ইকো) মনে হয়েছিল আন্না গেরমানের চেয়ে ভালো কেউ গাইতে পারবে না। ইদানীং লারিসা দলিনার কণ্ঠে নতুন করে শুনলাম মাস্ক অনুষ্ঠানে। আপনারাও শুনে দেখতে পারেন (অরিজিনাল গানটা কমেন্টে)
No comments:
Post a Comment