রাজন যখন ফোন করে বলল আমাকে ওদের খেলায় ইনভাইট করতে চায়, তখনই বলেছিলাম, আমার সব সময় কিছু না কিছু বলার থাকে। তোমাদের নো কমেন্ট আমার পোষাবে না। যদি রাজী থাক, সাথে আছি। তখন ভেবেছিলাম "কি পোস্ট করব একটানা পনের দিন ধরে?" আজ ১৫ দিন পেরিয়ে যাচ্ছে। দেখলাম কত মানুষ কতভাবে যে আমাকে গড়ে তুলেছে তার শেষ নেই। আসলে জীবনের প্রতি পদে পদে আমি মানুষের উপস্থিতি অনুভব করেছি। কেউ হাত বাড়িয়ে দিয়েছে, কেউবা ঠেলে সরিয়ে দিয়েছে। কিন্তু সবাই আমাকে নিজেকে গড়তে সাহায্য করেছে, আমাকে আমার নিজের মত করে ভাবতে শিখিয়েছে। গত চৌদ্দ দিনে চৌদ্দ জনকে আমন্ত্রণ জানিয়েছি সাথী হতে। কেউ কেউ গ্রহণ করেছে সে ডাক, কেউ করেনি। আমি আবার বুঝেছি যে তোমার ডাকে সাড়া দেয় এমন মানুষ বের করা, পাওয়া কত কঠিন। বুঝেছি একলা চলার পথটাই কত সত্য। আর আরও বুঝেছি মানুষের বাইরে পৃথিবীতে হাজারো জিনিস আছে যা আমাদের হতাশ করে না, যা আমাদের শুধু পনের দিন নয়, বছরের পর বছর সঙ্গ দেয়। তাই যখন মানুষ সাড়া দেয়নি, বিভিন্ন গান, বিভিন্ন শিল্পী সাড়া দিয়েছে যার কোন শেষ নেই। তাই ঠিক করেছি এর পরেও প্রিয় গান, প্রিয় শিল্পীদের গান পোস্ট করব নিজের জন্য। আজ আর কাউকে নমিনেট করব না। তবে ফর্মালি আজকের দিন শেষ করতে চাই দেবব্রত বিশ্বাসকে দিয়ে - সদা সর্বদা মনে বিশ্বাস জাগানোর, বিশ্বাস জোগানোর জন্য। রবীন্দ্র সঙ্গীত আমার সব সময়ের প্রিয়। যখনই কোন বাধা আসে, দ্বিধা জাগে - তাঁর গানেই আশ্রয় নিই। প্রিয় শিল্পী দেবব্রত বিশ্বাস, জর্জ দা। প্রায়ই গুণ গুণ করে গাই "ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু" বা "আছে জন্ম আছে মৃত্যু", "জীবন মরণের সীমানা পেরিয়ে"...
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
No comments:
Post a Comment