Friday, June 19, 2020

তিব্বতের মিউজিক

১৯৮৮ সালের গ্রীষ্মে কাজ করি মস্কোয়, আমাদের ইউনিভার্সিটির হোস্টেলে। ১৯৮৪ সালে কাজাখস্তান আর ১৯৮৬ সালে সাইবেরিয়ায় কাজের পর মস্কোর কাজ ছিল তুলনামুলকভাবে সহজ। তবে ঐসব জায়গায় কাজ করত সবাই, মস্কোয় চারিদিকে লোকজন হেসেখেলে ঘুরে বেড়াচ্ছে আর আমরা কাজ করছি - এটা এক ধরণের মানসিক চাপ সৃষ্টি করত। তবে সুখের বিষয় রাতে নিজের ঘরে ঘুমানো, প্রিয় মিউজিক শোনা, কখনও কখনও বন্ধুদের সাথে আড্ডা। কাজ করতে গিয়েই পরিচয় সেরগেইএর সাথে। ও ছিল রুশ ভাষার ছাত্র। ওর কাছেই প্রথম তিব্বতের মিউজিকের কথা শুনি, ক্যাসেট পাই। পরে অনেক দিন পর্যন্ত এগুলো ছিল রাতের সঙ্গী। এখন অবশ্য তিব্বতের মিউজিক মেডিটেশনের জন্য অনেকেই ব্যবহার করে।

দুবনা, ১০ জুন ২০২০

https://www.youtube.com/watch?v=cMHmwHJJGZE



No comments:

Post a Comment